পবিত্র কুরআনুল কারীমের ৭১ নং সূরা নূহের ২৩তম আয়াতে বলা হয়েছে, ‘তারা বললো, তোমরা কিছুতেই নিজেদের উপাস্যকে ত্যাগ করবে না, ছাড়বে না ওয়াদ্দাআ এবং সুউওয়াকে, ইয়াগুছা, ইয়াউকা, নাসরাকেও নয়।’ (নূহ: ২৩) এ সূরায় আল্লাহতাআলার পক্ষ থেকে মানুষের মনগড়া হাতে তৈরি...
ইসলাম হচ্ছে মহান রাব্বুল আলামীন আল্লাহতায়ালার মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম শব্দের অর্থই হচ্ছে আনুগত্য, আল্লাহর ইচ্ছার কাছে বান্দার সম্পূর্ণরূপে সমর্পণ। আবহমান কাল থেকেই পরম সত্তাকে জানার বাসনা মানব হৃদয়ে বিদ্যমান। শান্তি প্রত্যাশী মানুষ শান্তির অন্বেষায় পাগলপারা। আশরাফুল মাখলুকাত বা...